আগরতলা।।আইনে দেওয়া অধিকারগুলিও পাচ্ছে না রাজ্যের চা শ্রমিকরা। সারা দশের মধ্যে চা শ্রমিকরা সবচাইতে কম মজুরিতে কাজ করে। এখনো মাত্র দৈনিক ১৭৬ টাকা পায়। অথচ বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার তারা।।
বললেন সিটুর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। চা শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে সোমবার শ্রম কমিশনারের অফিসের সামনে গনধরনায় বসে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। একইসঙ্গে গন ডেপুটেশন দেওয়া হয়। গনধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে চা শ্রমিকদের বঞ্চনার প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। দাবি জানান,চা শ্রমিকদের দৈনিক ২৫০ টাকা করে মজুরি প্রদান, চা বাগানগুলিতে উপযুক্ত ঘর ও শৌচাগারের ব্যবস্থা করার, প্রতিটি চা বাগানে একটি ডিসপেনসারি ও ডাক্তারের ব্যবস্থা করা, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করার।
এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিকরা আসেন। উল্লেখ্য এর আগেও বহুবার চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সংগঠনগুলি সরব হলেও সুদীর্ঘকাল ধরে তাদের বঞ্চনার অবসান হচ্ছে না।