আগরতলা : আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম বৃহৎ সাহিত্য উৎসব—৪৪তম আগরতলা বইমেলা। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বইমেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার বইমেলা সংক্রান্ত প্রস্তুতির বিস্তারিত তথ্য জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। তিনি জানান, এবছর বইমেলার থিম রাখা হয়েছে ‘বন্দে মাতরম’। দেশাত্মবোধ, সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে সামনে রেখেই এবারের বইমেলা আয়োজন করা হয়েছে। ৪৪তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা আরও জানান, গত বছর বইমেলায় মোট ১৮০টি স্টল ছিল।
এবছর পাঠক ও প্রকাশকদের আগ্রহের কথা মাথায় রেখে স্টলের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। দেশ-বিদেশের প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় অংশগ্রহণ করবে না বলে আশা করা হচ্ছে। বইমেলা চলাকালীন বিভিন্ন সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, বই প্রকাশ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পাঠক ও সাহিত্যপ্রেমীদের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা, যানবাহন ও অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও আগরতলা বইমেলা রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদী আয়োজকরা।
