আগরতলা: শিব চতুর্দশীতে মন্দিরে মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড়। কোথাও কোথাও লম্বা লাইন দেখা যায়। রীতি নীতি মেনে রাজ্যেও পালিত শিব চতুর্দশী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচেপড়া ভিড়। শুধু মহিলারা নয় পুরুষরা শিবের মাথায় জল- দুধ ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় জমান। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়।
পৌরাণিক মতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এই শিব চতুর্দশীতে।প্রথা রীতি নীতি মেনে মহিলা-যুবতীরা শিবের আরাধনা শুরু করেন না পুরুষরাও শিব্রের পূজা করে থাকেন। দিনভর উপোষ থেকে শিবের পূজা করেন সকলে।এবছর তিথি অনুযায়ী চতুদর্শী পড়েছে শুরু হয়েছে বুধবার সকাল থেকে। যা কিনা থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বুধবার তিথি শুরু হওয়ার পর থেকেই যুবতী, মহিলা, পুরুষরা ম্নদিউরে মন্দিরে ভিড় জমান।
এদিন রাজধানীর সেন্ট্রাল রোড শিব বাড়ি, কের চৌমুহনী, বটতলা সহ বিভিন্ন মন্দিরে শিব পূজা করতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছে। মন্দিরগুলোর বাইরে দীর্ঘ লাইন পড়ে গেছে। পুণ্যার্থীরা পানি, দুধ, ঘি, মধু ইত্যাদি দিয়ে শিবকে স্নান করিয়ে পূজা দেন।
ভক্তরা জানান পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা করে থাকেন। তবে আবার কারো মতে শুধু মাত্র ঠাকুরের কাছে কিছু চাওয়া নয়, শুধু এদিনে কেবল শিবের পূজা করেছেন।