আগরতলা।।পুলিশ হচ্ছে স্কুলের শিশুদের কাছে ও বিরোধী দলের কর্মীদের কাছে সিংহ। আর শাসকের কাছে মেকুর। গত কয়েকদিনের পরিস্থিতির নিরিখে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
শনিবার কংগ্রেস ভবনে লিগ্যাল সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। স্কুলের শিশুদের, সাধারণ মানুষ অথবা বিরোধী দলের কোন কর্মসূচি যখন থাকে তখন পুলিশ সিংহ । আর যখন শাসক দল এবং তাদের সহযোগীদের কোন কর্মসূচি থাকে তখন তারা মেকুর বনে যায়। এই ভাবেই রাজ্য পুলিশের সমালোচনা করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
কংগ্রেস ভবনে দলের লিগ্যাল সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আগামীদিনের কর্মসূচি ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন । তবে তিনি প্রত্যাশা করেন পুলিশ স্বমহিমা ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বিধায়ক রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব ইস্যুতে বলেন, পুলিশী তদন্ত ক্রমে বেরিয়ে আসা উচিত এবং প্রত্যেকটি নাগরিকের তা জানা উচিত। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্য ব্যাপী আন্দোলনে নামবে কংগ্রেস।
৩ নভেম্বর রাজ্য মানবধিকার কমিশনের কাছে ডেপুটেশন দেবে দলের আইনজীবী সেল। পিসিসি সভাপতি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ বাড়ছে। নেশার বাড়বাড়ন্ত। পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছে। কমলপুরের শান্তিরবাজারের ঘটনা, বিলোনিয়ার ঘটনাযা মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব পালনে নিশ্চুপ। শরিকদের প্রতি উদাসীন।কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আরখ্যা প্রশাসন নীরব দর্শক। তাই এসবের প্রতিবাদে রাজ্যবাসীকে সংঘবধ্য ভাবে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
এক কথায় রাজ্যের পরিস্থিতি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। রাজনৈতিক মহলের অভিমত সরকার পরিচালনায় দুর্বলতার কারণেই বেশ কিছু ইস্যু পেয়েগেছে বিরোধীরা। শাসকদল এখন কি ভাবে কংগ্রেসকে মোকাবিলা করে সেটাই দেখার।
