আগরতলা।।আগরতলা পুর নিগম এর ৩৯ নং ওয়ার্ড এবার নিয়ে চতুর্থ বারের মতো শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক শারদ সম্মান এর আয়োজন করতে চলেছে।
সোমবার অরুন্ধতীনগরস্থিত ৩৯ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। মোট ২৩ টি পুরুস্কার দেওয়া হবে। এর মধ্যে একটি থাকছে সেরার সেরা। একটি বিশেষ পুরুস্কার এর নাম দেয় হয় উন্নত ভারতের ভিত্তি , মনীষীদের দীপ্তি। এদিনের সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই বিষয়ে বিস্তারিত জানান।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন এই ওয়ার্ডের কর্পোরেটে অলক রায় , কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপি দাস, বিজেপির সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিগত তিন বছর তাদের এই শারদ সম্মান ঘিরে শহর দক্ষিণাঞ্চলের ক্লাবগুলির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
আগামী ১১ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯ নং ওয়ার্ড অফিসে পূজা উদ্যোক্তারা আবেদন পত্র জমা দিতে পারবেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী সহ স্থানীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বেশ উৎসাহও দেখা যায়।