খোয়াই।।বর্তমান সমাজ ব্যবস্থায় শারীরিক ও মানসিক সমস্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা থেকে রেহাই পেতে যোগাসন এক বিরাট ভূমিকা নিতে পারে। তাই প্রত্যেকেরই উচিত নিয়মিতভাবে যোগ চর্চা করা।

আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি জানান, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তারাই একদিন রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার ক্ষেত্রে তাদের এখন থেকেই মনযোগী হতে হবে। তিনি বলেন, জীবনশৈলির কারণে শারীরিক অসুস্থতার প্রবণতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগাসন পথপ্রদর্শকের ভূমিকা নিতে পারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত) বলেন, যোগাসন স্মৃতি শক্তির বিকাশের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। নিজেকে সুস্থ রাখার স্বার্থেই প্রত্যেকের নিয়মিতভাবে যোগাসন করা উচিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ। সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *