আগরতলা: পুর নিগমের তরফে থেকে চৈত্র মেলার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা বণ্টন করে দেওয়া হয়েছে রাজধানীর শকুন্তলা রোদ সহ তিন জায়গায়। প্রায় ৬ শতাধিক লোক ব্যবসা করার সুযোগ পাবেন।
১ এপ্রিল থেকে শুরু হবে চৈত্র মেলা। চৈত্র মেলাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবছর ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জায়গা দেওয়ার জন্য আবেদন পত্র গ্রহণ করা হয়। শনিবার পুর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র মেলার জন্য নির্ধারিত জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। রাজধানীর শকুন্তলা রোড থেকে ওরিয়েন্ট চৌমুহনি এলাকা পর্যন্ত এদিন চৈত্র মেলার জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। শকুন্তলা রোড এলাকায় এবং শিশু উদ্যানের সামনের জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে চৈত্র মেলা। শকুন্তলা রোড এলাকায় ৪২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জায়গা দেওয়া হয়েছে।
অপরদিকে শিশু উদ্যানের সামনে ১০০ জনকে জায়গা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর কিছু আয় করার জন্য চৈত্র মেলার অপেক্ষায় থাকেন।