আগরতলা: আগাম টাকা নিয়েও এখন প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের আবাসনে মিলেনি ঘর। অভিযোগ এখনও লাইট হাউসের কাজ সম্পন্ন হয়নি। কবে নাগাদ ঘর মিলবে এরও কোন সদুত্তর মিলছে না সুবিধাভোগীদের। ফলে হতাশ তারা।
তাই একপ্রকার বাধ্য হয়ে সুবিধাভোগীরা টুডা অফিসে গিয়ে টুডার যুগ্ম সচিবের সাথে সাক্ষাৎ করেন মঙ্গলবার। সুবিধাভোগীরা দাবি জানান সরকারের কোন সমস্যা থাকলে, যে টাকা দিয়ে আবাসন বুকিং করেছেন, সেই টাকা ফিরিয়ে দেওয়া যাতে হয় তাদের সুদ সমেত।রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় লাইট হাউস নির্মাণের কাজ শুরু হয়। লাইট হাউস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রকল্প। মূলত শহর এলাকার গৃহহীনদের জন্য এই লাইট হাউস নির্মাণ করা হচ্ছে। সরকারের বিজ্ঞাপন অনুযায়ী বহু মানুষ লাইট হাউসে আবাসনের জন্য আগাম বুকিংও করে। কিন্তু লাইট হাউস নির্মাণের কাজ বেশ কয়েক বছর আগে শুরু হলেও এখনো কাজ সমাপ্ত হয়নি। ফলে যারা আবাসনের জন্য আগাম বুকিং করেছেন, তারা এখনো আবাসন পাননি।
আবাসনের জন্য বুকিং করা এক ব্যক্তি জানান ২০২১ সালে লাইট হাউসে আবাসনের জন্য প্রথমে ৫ হাজার টাকা দিয়ে বুকিং করেন। পরবর্তী সময় নির্দেশিকা মোতাবেক কেউ ৫ লক্ষ কেউ ৭ লক্ষ টাকা প্রদান করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা আবাসন পাননি।