আগরতলা।।বর্তমান সরকার আসার পর রেশন ডিলারদের সম্মান বেড়েছে। সরকার স্বচ্চতা ও দুর্নীতি মুক্ত বলেই গণবণ্টন ব্যবস্থা বিস্তৃতি লাভ করেছে। বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এ এম সি কমিটির ৮ম ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী গণবন্টণ ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। তিনি রেশন ডিলারদের কাজের প্রশংসা করেন। সেই সঙ্গে সতর্ক করেন তাদের জন্যে যেন সরকারের বদনাম না হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদানের গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। মানবিকতা ও সামাজিক কর্তব্যবোধের তাগিদে মানুষকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান। এক জন রক্ত দান করলে ৩-৪ জনের জীবন বাঁচানো যায়। কারণ এখন রক্তের আর বি সি ,ডব্লিউ বি সি , প্লাজমা , প্লেট লেট্ বিভাজন করে যে রোগীর যেটা দরকার তাকে সেটা দেওয়া যায়।

এদিনের এই রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে ভালোই উৎসাহ দেখা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *