আগরতলা: রীতিনীতি মেনে প্রতিবছরের মতো এবারো রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন জায়গায় হয় বারুণী স্নান। প্রচুর ভক্ত সমাগম ঘটে।চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূন্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করেছেন।
রাজ্যের সর্বত্রই এই চিত্র পরিলক্ষিত হয়েছে। চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপরনাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ। বৃহস্পতিবার বারুণী পূজা অনুষ্ঠিত হয়।
এইদিন প্রতাপগড় হাওড়া নদীতে ভক্তরা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ড দান করেন। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় করেন। বিভিন্ন জায়গায় বসে মেলাও।