আগরতলা।।বাম জমানায় কৃষকরা বিভিন্ন সময় হয়রানি হতো। এক টেবিল থেকে অন্য টেবিল ঘুরতে হতো। কিন্তু বর্তমানে রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে। ফলে কৃষকরাও খুশি, কর্মচারীরাও খুশি।
আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন রাষ্ট্রবাদী কর্মচারী সগঠন হচ্ছে রাজ্যের একটি অভিজ্ঞ সংগঠন। রাজ্যের কৃষিবিভাগে যে সকল কর্মচারীরা আছে এবং বিশেষ করে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী তারাই এই সংগঠনে কাজ করছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সুবিধাগুলি রাজ্যের অন্তিম ব্যাক্তি পর্যন্ত তুলে দেওয়া। কৃষকদের সুবিধার্থে যেন এই সগঠন এগিয়ে আসে এমনটাই সংগঠনের কর্মীদের উদ্দেশে আহব্বান রাখেন বিধায়ক সুশান্ত দেব।
এদিন আয়োজিত সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি জিতেন ভৌমিক ,সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর, কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের কনভেনার শিবু ভৌমিক সহ অন্যান্যরা ।