আগরতলা।।কৃষির পাশাপাশি এখন উদ্যান বিভাগেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার নাগিছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।

এদিন তিনি ম্যাংগোস্ট্যান গাছের চারা রোপন করেন। এবং রামবুটন গাছের পরীক্ষামূলক ভাবে উৎপাদিত ফলন পর্যবেক্ষণ করেন। প্রথমবারের মতো রামবুটন ফলের চাষ করা হয়েছে এখানে। আগামী দিনে সারা রাজ্য এর ফলন বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন, এবাগাডো নামক ফল চাষেও গুরুত্ব দেওয়া হয়েছে। ২৬ হেক্টর জায়গায় এবাগাডো চাষ হচ্ছে। এই সব ফল আগে ত্রিপুরায় চাষ হয়নি। কিন্তু ত্রিপুরার মাটি ও জলবায়ুতে এসব ফল চাষ করা সম্ভব। যা খুবই লাভজনক। কৃষকরা এই সমস্ত ফল চাষে লাভবান হতে পারেন।

১ কেজি এবাগাডোর দাম ৮০০ টাকার উপর। কৃষি মন্ত্রী এদিন দপ্তরের অধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সরেজমিনে বাগিচা পরিদর্শন করে ফলন সম্পর্কে খোঁজ খবর নেন। মন্ত্রীর উপস্থিতিতে সংশ্লিষ্ট অধিকারিকরাও বেশ উৎসাহিত হন। মন্ত্রীর সঙ্গে এদিন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারকেও দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *