আগরতলা: এন ডি পি এস মামলায় প্রায় তিন মাস পরে আটক মূল অভিযুক্ত। নেশা সামগ্রী সরবরাহের মামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার। রানীরবাজার ও জিআরপি থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম বিমল দেববর্মা। তাঁর বাড়ি রানিরবাজার থানার অন্তর্গত সোনামণি সিপাইপাড়া।
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ২০২৪ সালের ১৭ নভেম্বর আগরতলা রেলস্টেশন থেকে ৬ জন পেন্ট্রি বয়কে গ্রেপ্তার করা হয়েছিল বিপুল গাঁজা সমেত।ট্রেনে বহিঃরাজ্যে গাঁজাগুলি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাতে সমর্থ হয় পাচারকারীরা। অভিযোগ এই গাঁজাগুলি সরবরাহের মূল দায়িত্বে ছিল বিমল।সেই মামলায় বিমল দেববর্মাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয় পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে।
এই মামলায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করবে জিআরপি থানার পুলিস। একথা জানান জিআরপি থানার ওসি তাপস দাস।এদিকে বুধবারই জিআরপি ও আরপিএফ আগরতলা রেলস্টেশন থেকে এক নেশাকারবারিকে আটক করে।
উদ্ধার হয় গাঁজা। বহিঃরাজ্যে পাচারের জন্য রেল স্টেশনে আনা হয়। ধৃতের নাম ঝুটন নম।তাঁর বাড়ি মধুবন ডুকলি।