আগরতলা: পূর্ব ঘোষণা মতো প্রতিবছরের মতো এবারো রাজধানীতে শুরু হল চৈত্র মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া চৈত্র মেলা চলবে এক পক্ষকাল। রাজধানীর শকুন্তলা রোড, শিশু উদ্যান সহ আশপাশ এলাকায় মঙ্গলবার থেকে শুরু হল চৈত্র মেলা।
এই চৈত্র মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। রাজ্যের পাশাপাশি বহিঃরাজ্য থেকে আগত ব্যবসায়ীরাও চৈত্র মেলায় দোকান নিয়ে বসেছে। প্রথম দিন তেমন ক্রেতার সমাগম হয়নি। তবে আগামিদিন গুলিতে ক্রেতার ভিড় বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। উত্তর প্রদেশ থেকে আগত ব্যবসায়ীরা জানান এই নিয়ে দ্বিতীয় বার তারা চৈত্র মেলায় দোকান নিয়ে বসেছেন। বিগত বছর চৈত্র মেলায় ভালো ব্যবসা হয়েছে।
তাই এই বছরও চৈত্র মেলায় ভালো ব্যবসা হবে বলে আশাবাদী তারা। প্রতিবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা অপেক্ষায় এই চাত্র মেলার জন্য। কয়দিন ব্যবসা করে তারা কিছু টাকা আয় করেন।