আগরতলা।।রাজ্যে শান্তির পরিবেশ বজায় রয়েছে। তার জন্য পুজোর সংখ্যাও বেড়েছে। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। রাজধানীর ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘে পুজো দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
আলোর উৎসব দীপাবলীতে রাজ্য জুড়ে উৎসবের আবহ । দীপাবলীর সাজে সেজে উঠেছে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে গ্রাম ও শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার কালী পূজার মন্ডপ । সোমবার এই উৎসবে গা ভাসালেন মুখ্যমন্ত্রীও। ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো শেষে এক প্রতিক্রিয়ায় মুখমন্ত্রী বলেন, রাজ্যবাসীর মঙ্গলের জন্য মায়ের কাছে প্রাথনা করেছি। সুন্দর ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ার। সবার মধ্যে যেন পজেটিভ চিন্তা ভাবনা জাগ্রত হয়। শান্তি এবং উন্নতি বজায় থাকে।
উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নবরূপে সেজে উঠার পর মাতাবাড়িতে পূর্ণার্থীর আগমন বেড়েছে। আগে সেখানে প্রতিদিন দুই হাজারের মতো পূর্ণার্থী আসতো। বর্তমানে প্রতিদিন প্রায় ৭ হাজার পূর্ণার্থীর সমাগম হয়। এদিন মুখ্যমন্ত্রী মাতাবাড়ির ইতিহাস বেশি করে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।