আগরতলা।। সারা দেশের সাথে রাজ্যেও রবিবার পালিত হয় ৫৮তম প্রকৌশলী দিবস বা ইঞ্জিনিয়ারস ডে । এই উপলক্ষে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে । এদিন আগরতলার দশরথ দেব স্মৃতিভবনে প্রকৌশলী দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করে তিপ্রা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ,বিধায়ক রঞ্জিত দেববর্মা ,তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি ত্রিপুরার সাধারণ সম্পাদক জীবন দেববর্মা, সংগঠনের প্রতিষ্ঠাতা সুদন দেববর্মা সহ অন্যান্যরা । প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা । এই কর্মসূচি প্রসঙ্গে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি মুখ্যত একটি অরাজনৈতিক সংগঠন। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন দপ্তরে নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় আড়াইশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয় । বনমন্ত্রী জানান, সমাজের উন্নয়নের স্বার্থে ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ । তাই ইঞ্জিনিয়ারদেরকে সমাজের স্বার্থে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে আলোচনা হয়।