আগরতলা: নিয়ম নিষ্ঠার সঙ্গে শনিবার সম্পন্ন বাসন্তী পূজার অষ্টমী। এদিন সকালেই রীতি মেনে পূজা হয় রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলায় হয় অষ্টমী স্নান।
বাসন্তী মহা অষ্টমীতে পুণ্য লাভের আশায় এইদিন প্রতাপগড় হাওড়া নদীতে স্নান করেন অসংখ্য ভক্ত। পাশাপাশি তারা হাওড়া নদীতে স্নান করে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তিল ও ফল দান করেন। এদিন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা হাওড়া নদীতে অষ্টমীর স্নান করেন।
কথিত আছে অষ্টমীর দিনে মা বাবার নামে স্নান করে শ্রাদ্ধানুষ্ঠান করলে মা-বাবার আত্মার শান্তি হয়। এদিন অষ্টমী স্নান ঘিরে বিভিন্ন জায়গা থেকে সেখানে লোকজন আসেন। তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।