আগরতলা: রাজ্যের জন্য আরও নতুন ৬ টি একলব্য আবাসিক বিদ্যালয় স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। এই বিদ্যালয় গুলি শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং জনজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা।
শিক্ষা শুধুমাত্র একটি পাঠ্যক্রম নয়, এটি একটি জাতির মেরুদণ্ড। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয় গুলি দ্রুত বাস্তবায়ন করা হবে।দিল্লি সফর শেষে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে এসে একথা গুলি বললেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যে ফিরে এসে এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি জানান ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে।
দিল্লিতে টি ডব্লিউ ডি মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে।