আগরতলা:শুক্রবার বুকে ব্যথা নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরী তলবে শুক্রবার তার অপারেশন হয়েছে।

রাজীব ভট্টাচার্যের বুকে ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকদের ধারণা ছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেই মুতাবিক চিকিৎসকরা ও যাবতীয় ব্যবস্থা নিয়ে অপারেশন করান। সর্বশেষ খবর তার হৃদয়ে একটি স্ট্যান বসানো হয়েছে। আর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত এই বেসরকারি হাসপাতালে এক দুদিন তার চিকিৎসা চলবে।

তার অসুস্থ হয়ে পড়ার খবরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন রাজিব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা। তিনি বলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বিশ্রামের প্রয়োজন রয়েছে।

আজ সকালে তিনি প্রাতরাশ গ্রহণ করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং পার্টির কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। বিপ্লব কুমার দেব বলেন, বাবার অসুস্থতার খবর শুনে হাসপাতালে আসার পথে রাজীব ভট্টাচার্যের বড় মেয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তার বাঁ হাতে যথেষ্ট চোট লাগে।এবং বাঁ হাত প্লাস্টার করতে হয়েছে। এই দিন হাসপাতালে গিয়ে সাংসদ এর রাজিব ভট্টাচার্যের স্বাস্থ্যের খোঁজ নিলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক গোপালচন্দ্র রায়। তিনি বলেন বর্তমানে রাজীব বাবু একটু ভালো আছেন।

অন্যদিকে সংসদ রাজিব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক ভগবান দাস।খোঁজ নিলেন তার শারীরিক অবস্থার।তিনি বলেন বর্তমানে রাজীব বাবু একটু ভালো ও সুস্থ আছেন। এবং কথা বলছেন। তিনি আশা করেন, কিছুদিনের মধ্যেই রাজীব বাবু সুস্থ হয়ে পুনরায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।সাংসদ বিপ্লব কুমার দেব ও বিধায়ক গোপাল চন্দ্র রায় থেকে শুরু করে সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়াও এই দিন ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা ও বিধায়ক থেকে মন্ত্রীরা অসুস্থ রাজীব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *