আগরতলা।।শহর আগরতলায় প্রায়ই দেখাযায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যেমন মামলা নেওয়া হয় তেমনি জরিমানা আদায় করা হয়।

কিন্তু এই ক্ষেত্রে অভিযোগ ট্রাফিক পুলিশ দ্বিচক্র যান চালকদের বিরুদ্ধে যতটা খড়্গহস্ত হন ততটাই ছাড় দেন অটো ও টমটম চালকদের। শহর আগরতলাকে যানজট মুক্ত রাখতে ও ট্রাফিক আইন যানবাহনের চালকটা ঠিকভাবে মেনে চলছেন কিনা তা খতিয়ে দেখতে প্রায়ই অভিযানে নামে ট্রাফিক পুলিশ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবৈধ পার্কিং, নম্বর প্লেট না থাকা কিংবা নম্বর প্লেট ত্রুটি যুক্ত থাকা, ট্রাফিক আইন মেনে না চলা , সিগন্যাল অমান্য করা এই সমস্ত নানা কারণে যেমন জরিমানা করা হয় তেমনি মামলাও নেওয়া হয়। ট্রাফিক ইউনিটের পদস্থ আধিকারিকরা এদিনের অভিযানে শামিল হন।

কিন্তু বরাবরের মতোই প্রশ্ন উঠে বাইক বা স্কুটি চালকদের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যতটা কঠোর মনোভাব দেখায় অন্যান্য যানবাহন চালকের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ততটা কঠোর নয় কেন? বিশেষ করে বটতলা , শকুন্তলা রোড , সেন্ট্রাল রোড, এম এল প্লাজা মার্কেটের সামনে নিয়মিত এই ধরণের অভিযান চালানো দরকার বলে মনে করেন সচেতন মানুষজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *