আগরতলা: শান্তি-সম্প্রীতির বার্তা ছড়িয়ে সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও মুসলিম ধর্মাবল্মবিদের পবিত্র উৎসব ইদ উল ফিতর উদযাপন করা হয়।
সোমবার সকালে মসজিদে মসজিদে চলে নামাজ আদায়।আগরতলায় কেন্দ্রীয়ভাবে নামাজ আদায় করা হয় রাজধানীর গেদু মিয়ার মসজিদে। সোমবার অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজে সামিল হন সব বয়সের মানুষ। রাজধানীর বিভিন্ন জায়গার মুসলিম অংশের লোকজন ইদের নামাজ আদায়ে শামিল হন নতুন জামা কাপড় পরে। ঈদ উল ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসাবে ঈদ উল ফিতর সমাগত হয়। সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীর ঘরে নিয়ে আসে আনন্দের সওগাত।
গেদুমিয়া মসজিদের ইমাম ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিন নামাজ আদায় শেষে একের অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।