আগরতলা।।ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালিয়েছে বলে দাবি করলেও হঠাৎ হঠাৎই তাদের অভিযানে নামতে দেখা যায়। বৃহস্পতিবার আগরতলার উত্তর গেট এলাকায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়।

এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। দেখা যায় দ্বিচক্রী যান চালকদেরকেই বেশি ধরা হয়। তাদের কাগজ পত্র ঠিক আছে কিনা দেখা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা তা দেখে প্রয়োজনে ফাইন করা হয় নয়তো কেস নেওয়া হয়। বেআইনি পার্কিং এর বিষয়টিও দেখা হয়। এই ধরণের বিক্ষিপ্ত অভিযানে প্রকৃত সমস্যার সমাধান কতটা হচ্ছে তা ট্রাফিক এর অধিকারিকরাই বলতে পারবেন।

কিন্তু শহরের মধ্যে হরিগঙ্গা বসাক রোড, শকুন্তলা রোড , সেন্ট্রাল রোড , মন্ত্রীবাড়ী রোড , বটতলা , কামান চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় সারাক্ষন বেআইনি পার্কিং এবং যানজট লেগে থাকলেও ট্রাফিক পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *