আগরতলা: রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। ঘটনা শুক্রবার রাতে দক্ষিণ রামনগর পিইসি ইটভাটা সংলগ্ন বড় ড্রেনে। জানা গেছে ড্রেনে গাড়ি উল্টে মৃত্যু হল দুই জনের। শুক্রবার রাতে একটি মালবাহী বুলেরো গাড়ি পিইসি ইটভাটা থেকে বর্ডারের দিকে যাচ্ছিল। অভিযোগ গাড়িটির মাত্রাতিরিক্ত গতি ছিল। যার কারনে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে গাড়িটি রাস্তার পাশে থাকা বড় ড্রেইনে পরে উল্টে যায়।

স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি থেকে দুই জনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেয়।

এইদিকে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার তদন্ত শুরু করে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *