আগরতলা: যেকোন কাজ করার আগে বাস্তবসম্মত চিন্তা ভাবনা নিয়ে পরিকল্পনা করে কাজ করার জন্য গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
শনিবার রাজধানীর এডি নগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে এক অনুষ্ঠানে এই আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার।শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে গ্রামোন্নয়ন দপ্তর ও আইআইএম শিলং-এর মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। এদিন এডি নগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ রাজ্যের বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গ্রামীণ এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দেন। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে বর্তমানে বিভিন্ন রাজ্য গুলি কাজ করছে। গ্রামোন্নয়ন দপ্তর ও আইআইএম শিলং-এর মধ্যে লিডারশিপ ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে মৌ স্বাক্ষরের ফলে রাজ্যের লিডারশিপ উন্নত হবে।প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন গ্রামের উন্নয়ন না হলে দেশ কিংবা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রায় ৩৬১ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হয়েছে।
গ্রাম স্তরের উন্নয়ন মূলক কাজ ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন গ্রামের উন্নয়নের দিকে সঠিক ভাবে লক্ষ্য রাখতে হবে।