আগরতলা।।বেকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে বর্তমান সরকার। বর্তমান সরকার এমন চাকরি দেবে না যে চাকরি চলে যায়। যোগ্যদেরকেই চাকরি দেওয়া হবে। যারা চাকরি পাবে না তাদের জন্যে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। কথাগুলি বলেছেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
সরকারি চাকরি পাওয়া সারা পৃথিবীতেই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। কারণ শিক্ষিতের হার বাড়ছে। চাকরির নিয়ম নীতিও আগের তুলনায় অনেক কঠিন হয়েগেছে। বেকারদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়ে বর্তমান সরকার সবসময় ভাবে। বেকারদের ব্যবসা করার জন্যে ষ্টল নির্মাণ করে দেওয়া সরকারেরই একটি প্রকল্প। কথাগুলি বলেছেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
তিনি বাম আমলের ১০৩২৩ শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার প্রসঙ্গ টানেন। অবৈধ ভাবে চাকরি দেওয়াতেই এগুলি চলে যায়। চাকরি বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ তুলেন তিনি। অযোগ্যরা চাকরি পেয়েছিলো। এর জন্যে দায়ী ছিল সিপিএম সরকার। কিন্ত বিজেপি এইভাবে চাকরি দেয় না। যারা চাকরি পাবে না তাদের বিকল্প কর্মসংস্থানের কথা ভাবে বিজেপি সরকার। তাই তাদের জন্যে বেকার ষ্টল নির্মাণ করা হয়। তিনি তার বক্তব্যে বেকারদের বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব দেন।
বুধবার মলয় নগর গ্রাম পঞ্চায়েতে বাইপাস সংলগ্ন রামঠাকুর আশ্রম পাড়ায় সিসি রোড এবং বেকারদের জন্য নাগিছড়ায় 16টি স্টল উদ্বোধন করেন রামপ্রসাদ পাল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন তিনি।
এদিনের উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ পঞ্চায়েতের সদস্যরা। শ্যামাপ্রসাদ মুখার্জি মার্কেট ষ্টল এর উদ্বোধন হওয়ায় খুশি বেনিফিসিয়ারিরা। অনুষ্ঠানে স্থানীয় কৃষিজীবীদের নানা রকম কৃষি সামগ্রীও তুলে দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।