আগরতলা ।।মানুষের জ্ঞান বা শিক্ষা বৃদ্ধির জন্য পৃথিবীতে যে সকল উপায় আজ পর্যন্ত  আবিষ্কৃত হয়েছে, সংবাদ-পত্র তাদের মধ্যে শ্রেষ্ঠ ।  ‘সংবাদ পত্রের’ নামকরণ বিচার করলেই বোঝা যায় যে, বহু পূর্বে সংবাদ প্রচারই একমাত্র কাজ ছিল প্রকাশিত সংবাদপত্র গুলোর। কিন্তু আজকাল সংবাদ প্রচার ছাড়াও বহু কাজ সংবাদ-পত্রের মাধ্যমে সাধিত হচ্ছে। বহু চিন্তাপূর্ণ, দেশ ও সমাজ-হিতকর গদ্য ও প্রবন্ধ, দেশবিখ্যাত ব্যক্তির বা প্রসিদ্ধ স্থানের অথবা সুবিখ্যাত দ্রব্যের সমালোচনা প্রভৃতি বহু বিষয় বর্তমান যুগে সংবাদ-পত্রের আলোচ্য বিষয়ের মধ্যে পরিগণিত হয়।

তাই এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে ছয় আগস্ট বুধবার যাত্রা শুরু হল দৈনিক সংগ্রাম পত্রিকার। পাশাপাশি এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের আনন্দও এদিন অনুষ্ঠান মঞ্চে ভাগ করে নিল এশিয়ান টাইমস পরিবারের সদস্যরা।এশিয়ান টাইমস পরিবারের পক্ষ থেকে আয়োজিত দৈনিক সংগ্রাম পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক বিউটি সরকার এবং এশিয়ান টাইমসের পরিচালক সমরেশ দে এবং এই পরিবারের সমস্ত সদস্য সদস্যরা। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকার শুভারম্ভ করেন শান্তিকালী আশ্রমের পূজ্যপাদ মহারাজ তথা পদ্মশ্রী চিত্ত মহারাজ। তাছাড়া এদিন রাজ্যের বরেণ্য সাংবাদিকদের সম্মানিত করা হলো এশিয়ান টাইমস পরিবারের পক্ষ থেকে। সম্মানিত করা হলো এদিন কর্মরত সাংবাদিকদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী সন্তানদের। সম্মানিত করা হয়েছে মহকুমা স্তরের সাংবাদিকদের।

আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পদ্মশ্রী চিত্ত মহারাজ বলেন, এক ধর্মীয় পবিত্র দিনে দৈনিক সংগ্রাম পত্রিকার যাত্রা শুরু হয়েছে। এক্ষেত্রে তিনি আশা করেন এই পত্রিকা আগামী দিনে রাজ্যের পাঠকের চাহিদা পূরণ করবে এবং, সাধারণ মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগের সমস্ত বিষয়গুলো সরকারের কানে দেবে। তিমি বলেন, সাধারণ মানুষের অনেক কথাই সাধারণভাবে সরকারের কানে যায় না। এক্ষেত্রে সাধারণ মানুষের কথা সরকারের কানে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে দৈনিক সংগ্রাম পত্রিকাকে। পাশাপাশি সত্যের পথে চলতে হবে, এবং পত্রিকায় সব সময় সত্য কথা ও সত্য তথ্য পরিবেশন করতে হবে।

যে সমস্ত পত্রিকা এই রাজ্যের বুকে মিথ্যাচার করে গেছে তারা আজ বিলুপ্তপ্রায়। এই ভুল যাতে দৈনিক সংগ্রাম পত্রিকা না করে সে পরামর্শ তিনি দিয়েছেন এশিয়ান টাইমস পরিবারকে। তাছাড়া দৈনিক সংগ্রাম পত্রিকাকে সত্যের পথে চলার পরামর্শ দিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল।

উদ্বোধনী অনুষ্ঠানের এদিন সংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান এদিন পরিবেশিত হয়েছে। সবশেষে এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের এডিটার সমরেশ দে জানিয়েছেন, সত্যকে সত্য বলার চ্যালেঞ্জে আমরা আপসহীন ছিলাম, আছি এবং থাকব। আজ থেকে অগণিত পাঠকের কাছে, দেশের কাছে এটাই এশিয়ান টাইমস পরিবারের অঙ্গীকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *