আগরতলা: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি মোহনপুরের দুই দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মোহনপুরের বাসিন্দা রাজকুমার রুদ্রপাল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। কর্মরত অবস্থায় একটি দেওয়াল ধসে পড়লে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মানসিক ও আর্থিক দুই দিক থেকেই।ঘটনার পর মন্ত্রী নিজে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজ তিনি ওই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
অপরদিকে, মন্ত্রী রতন লাল নাথ আর্থিক সহায়তা প্রদান করেন মাখন দেবনাথ নামের এক ক্যানসার আক্রান্ত রোগীকেও, যিনি চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন।মাখন দেবনাথের অসুস্থতার কথা ও তার পরিবারের আর্থিক দুর্দশার কথা জানতে পেরে মন্ত্রী সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন।বিদ্যুৎ মন্ত্রীর এই দুই মানবিক পদক্ষেপ মোহনপুরের জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।