আগরতলা, ১৫ মে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রচার ও প্রসারের লক্ষ্যে কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করার জন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির শিল্প প্রতিষ্ঠান, সম্ভাব্য বিনিয়োগকারী, আধিকারিকদের সাথে স্টেকহোল্ডারদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রচার সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে আজ ভার্চুয়াল বৈঠকের পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।
এর আগে চলতি বছরের ১৫ মার্চ উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচারকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক একটি উচ্চ-স্তরের টাস্ক ফোর্স গঠন করেছিল এবং এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে কনভেনর (আহ্বায়ক) করা হয়। এই বৈঠক প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি) দ্বারা গঠিত উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচারের বিষয়ে উচ্চ-স্তরের টাস্ক ফোর্সের কনভেনর হিসেবে আজ তিনি কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে ভার্চুয়ালি আয়োজিত দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন।
এর পাশাপাশি এই বৈঠকে বিনিয়োগের প্রচারের লক্ষ্যে একটি কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করার জন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির শিল্প প্রতিষ্ঠান, সম্ভাব্য বিনিয়োগকারী ও আধিকারিকদের সাথে স্টেকহোল্ডারদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নামী একাডেমিক প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ এজেন্সিগুলি উত্তর পূর্বাঞ্চলের জন্য বিনিয়োগ নীতি প্রস্তুত করার জন্য নিযুক্ত থাকবে। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখেছেন, তিনি তিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সভাপতিত্বে ‘বিনিয়োগ প্রচার’ নিয়ে একটি উচ্চ-স্তরের টাস্ক ফোর্সের বৈঠকে অংশ নিয়েছেন। যেখানে ছিলেন সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিং টি ভুটিয়া, মেঘালয় সরকারের সিনিয়র আধিকারিক সহ ডোনার মন্ত্রকের টিম।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, উত্তর-পূর্বের জন্য একটি প্রাণবন্ত, বিনিয়োগ সম্ভাবনা-প্রস্তুত করার লক্ষ্যে একসাথে আমরা কাজ করে চলেছি।