আগরতলা।।আগামী চৌঠা অক্টোবর মায়ের গমন। এই বছরেও কার্নিভাল হবে। অনুষ্ঠান হবে রাজধানীর মহারানী তুলসীবতি স্কুলের সামনে। সেখানথেকে শুরু হবে শোভাযাত্রা।
তাই প্রশাসনেও জোর প্রস্তুতি শুরু হয়েছে কার্নিভাল নিয়ে। বুধবার সেই জায়গা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব , তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
কোথায় মঞ্চ হবে, কোথায় দর্শকাসন থাকবে, ক্লাব গুলি কোন জায়গা থেকে মিছিল শুরু করবে এই সমস্ত বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা হয়। মায়ের গমনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠান সর্বত ভাবে সফল করতে কি কি ব্যবস্থাপনা রাখা হবে এই সমস্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। প্রতি বছরেই এই কার্নিভাল ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।