আগরতলা।।শ্রীশ্রী রবিশঙ্করজীর আধ্যাত্মিক চেতনার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশের দর্শন মানুষের মনকে আকৃষ্ট করেছে। মানুষ নিজের সত্বা ও পরিচিতি জানতে পারছে এবং মানবজাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করছে।

রবিবার আগরতলার বনমালিপুরস্থিত আর্ট অব লিভিং কার্যালয়ে শ্রীশ্রী রবিশঙ্করজীর ৬৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আর্ট অব লিভিং ত্রিপুরা অ্যাপেক্স বডি আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, সারা বিশ্বে যেভাবে হিংসা ও সংঘাত এবং ব্যক্তিগত ও সমাজ জীবনে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে তার থেকে মুক্তির পথ প্রদর্শক শ্রীশ্রী রবিশঙ্কর। তার মার্গদর্শণ আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। শান্তি প্রতিষ্ঠায় শ্রীশ্রী রবিশঙ্করজীর প্রদর্শিত পথ সমাজের জন্য মঙ্গলদায়ক। তাই শ্রীশ্রী রবিশঙ্করজীর দর্শন, চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাতে উপকৃত হবে সমাজ। মানসিক চাপ মুক্ত রাখতে ও সুস্থ জীবন যাপনের লক্ষ্যে তিনি যোগ্যাভ্যাস ও ধ্যানের যে পথ দেখিয়েছেন বর্তমান সময়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বেলা থেকে এই অভ্যাস তৈরি করা দরকার।

বিশেষ করে নেশামুক্ত সমাজ গঠনে এই ধরণের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর্ট অব লিভিং কর্তৃপক্ষকে রক্তদান শিবির আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ অন্যান্য সংস্থাকে ও রক্তদানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। রাজ্যে আর্ট অব লিভিং এর শিক্ষা সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি সমূহ বিস্তারিত ভাবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আর্ট অব লিভিং ত্রিপুরা জ্ঞান ক্ষেত্রের এডমিন শিবশংকর চক্রবর্তী, রবিশঙ্কর বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটির সদস্যা অনিন্দিতা রায় বর্মণ এবং ত্রিপুরা রিচার্স কো-অর্ডিনেটর ত্রিবেনী দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন আর্ট অব লিভিং ত্রিপুরা এ্যাপেক্স বডির সদস্য সুমিত দাসগুপ্ত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *