আগরতলা।।১৮ সূর্যমনিনগর বিধানসভা মন্ডলের অন্তর্গত, কাঁঠালতলি গ্রাম পঞ্চায়েত এবং মধুবন গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক কারবারি ও মাদকসেবনের বিরুদ্ধে এক জনসচেতনতা পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্থানীয় বিজেপি নেতৃত্ব, সমাজকর্মী, যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা। মূলত সূর্যমনি নগর বিধানসভা এলাকাকে নেশা মুক্ত করতে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী দিনেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণকে আরো সচেতন হওয়ার জন্য আহ্বান রেখেছেন বিধায়ক রামপ্রসাদ পাল।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *