উদয়পুর।।রবিবার ত্রিপুরার সুন্দরী মায়ের মন্দিরে মায়ের পূজা দিলেন সংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলা বিজেপি সভা নেত্রী সবিতা নাথ,মাতাবাড়ি মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক ,পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস সহ অন্যান্যরা।
এদিন মায়ের পূজা শেষ করে পরবর্তী সময়ে শিব মন্দিরে পূজা দেন। এবং পূজা শেষে গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ছোটবেলা থেকেই মায়ের কাছে যাওয়া হয় প্রতি সময়।
একইভাবে বর্তমানেও ত্রিপুরাতে আসা হলেই মায়ের কাছে যান। একইভাবে এদিন রাজ্যবাসীর মঙ্গল কামনার জন্য পূজা দেন তিনি।