আগরতলা: ত্রিপুরা মহিলা কমিশনের অফিসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ জন সংগ্রামরত নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ই মার্চ শুক্রবার রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এক উদ্যোগ গ্রহণ করা হয়।।
এই কমিশন নির্মিত হওয়ার পর থেকে যাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এই কমিশন চলছিল এবং যারা নিষ্ঠার সঙ্গে মহিলা কমিশনে কাজ করে গেছেন তাদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
তাছাড়া রাজ্যের দশজন সংগ্রামরত মহিলাদেরকেও সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি।