আগরতলা।।প্রতি বারের মতো এবারেও রাখি বন্ধন উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো রাখী বন্ধন উৎসব।
মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করলেন বিজেপি মহিলা মোর্চা সহ বিভিন্ন সংগঠনের মহিলারা। অনুষ্ঠানে উপস্থিত সকল মহিলারাই মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন । এই উপলক্ষে সকল বোনেদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, শনিবারই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অসুস্থতার কারণে এই অনুষ্ঠান করা যায়নি । মুখ্যমন্ত্রী আরও বলেন, ভাই এবং বোনেদের পবিত্র এই উৎসব আরো প্রসারিত হোক। প্রত্যেক বোন এবং মায়েদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। তিনি বলেন, রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রদানে সরকার যেন তার কর্তব্য পালন করতে পারে, ভগবানের কাছে এই প্রার্থনা করছেন তিনি।
এদিন রাখি বন্ধন উপলক্ষে মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে খুশি উপস্থিত মহিলারা । মুখ্যমন্ত্রী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।