আগরতলা: রক্ত দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মচারীরা। বৃহস্পতিবার দপ্তরের প্রধান কার্যালয়ে হয় রক্তদান শিবির।এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে এদিন দপ্তরের কর্মীরা রক্তদান করেন। মন্ত্রী সুধাংশু দাস রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। মন্ত্রী সুধাংশু দাস জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রক্তদান শিবির করার বিষয়ে। কারন রক্ত তৈরি করা যায় না। রক্ত দানের মধ্যদিয়ে রক্তের যোগান দেওয়া সম্ভব।
রক্তদান শিবিরের আয়োজন করার জন্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস। এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়।