আগরতলা: রাজ্যের বেকারদের জন্য সুখবর। শনিবার মন্ত্রিসভার বৈঠকে তিন শতাধিক পদ পূরণের সিদ্ধান্ত। বিভিন্ন দপ্তরে নেওয়া হবে লোক। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি জানান কোপারেটিভ দপ্তরের অধিন ৩০ টি অডিটর, ইনভেস্টিগেটর, স্টেটিস্টিকেল ইনভেস্টিগেটর ও গ্রুপ-সির শূন্য পদ পূরণ করা হবে। অর্থ দপ্তর ইতিমধ্যে শূন্য পদ গুলি পূরণ করার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান বন দপ্তরের অধিন ফরেস্ট গার্ডের ১০৪ টি শূন্য পদ সৃষ্টি করে পূরণ করা হবে। বন দপ্তর নিজে একটি বোর্ড তৈরি করবে। সেই বোর্ড পরীক্ষার মাধ্যমে এই ১০৪ টি শূন্য পদ পূরণ করবে। সহসাই শূন্য পদ গুলি পূরণ করা হবে।সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিন আইসিডিএস সুপারভাইজারের ৩৪ টি শূন্য পদ পূরণ করা হবে।
টিপিএসসি পরীক্ষার মাধ্যমে এই শূন্য পদ গুলি পূরণ করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অর্থ , পর্যটন, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।