আগরতলা ।। সাধারণ নেশাজাত দ্রব্যের কারবারের পাশাপাশি ব্রাউন সুগার এর মতো মারাত্মক নেশা সামগ্রীর কারবার ও পাচারে জড়িয়ে পড়ছে মহিলারাও।

পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার বনকুমারি অটো স্ট্যান্ডে অভিযান চালিয়ে দুই মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে। ধৃতরা হলো সাখিনা বেগম (৪৫) এবং জেসমিন আখতার (৩৫)। তাদের একজনের বাড়ি বিশালগড় ও অন্যজনের বাড়ি মধুপুর এলাকায়। তাদের কাছ থেকে ৯৭ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয় ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে। তিনি জানান, পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ বিশেষ অভিযানে তাদেরকে তল্লাশি করে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। দু’জনই নেশাদ্রব্য বিক্রি করতে প্রথমে রেলস্টেশন এলাকায় গিয়েছিলো।

পরে তাদের পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৯৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার কালো বাজারে মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *