আগরতলা: আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার। রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার চালু হল আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন।

সাপ্তাহিক এই ট্রেন যাবে প্রতি রবিবার দুপুরে। আনুষ্ঠানিক ভাবে রবিবার এই কার্গো ট্রেনের যাত্রা শুরু হয়। এদিন আগরতলা রেল স্টেশনে হয় অনুষ্ঠান। সবুজ পতাকা নেড়ে আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন আধিকারিকরা। উপস্থিত ছিলেন উত্তর- পূর্ব সীমান্ত রেলের ডি আর এম সমীর লোহানি, সিনিয়র ডি সি এম অমিতাভ কুমার মিশ্র, এরিয়া ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। আধিকারিক প্রণয় গোস্বামী জানান আপাতত ২২ টি বগি নিয়ে এই ট্রেন চলবে সপ্তাহে একদিন আগরতলা থেকে পাঞ্জাব অবধি। মূলত রাবার, বাঁশ ভিত্তিক উৎপাদিত সামগ্রী তাড়াতাড়ি যাতে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাজারজাত করতে পারেন রাজ্যের ব্যবসায়ীরা সে লক্ষে এই ট্রেন চালু করা হয়েছে।

তিনি জানান, রাবার বোর্ডের অনুরোধে এটি চালু করা হয়। এই ট্রেন চাল্কু হওয়ায় খুশি রাজ্যের ব্যবসায়ীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *