আগরতলা: রাজ্যের বিভিন্ন জায়গায় বৌদ্ধ মন্দিরগুলিতে পালিত হচ্ছে বৌদ্ধ জয়ন্তী উৎসব। । গোটা দেশ দুনিয়ার সঙ্গে রাজ্যেও যথা যোগ্য মর্যাদায় সোমবার বৌদ্ধ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ জয়ন্তী পালিত হয়।

রাজ্যের প্ৰধান অনুষ্ঠানটি হয় আগরতলা বেনুবন বিহারে। প্রথা ও রীতি মেনে ভগবান বুদ্ধদেবের পূজা অর্চনা হয় সেখানে। ধর্মীয় রীতি মেনে ২৫৬৯ তম বৌদ্ধ পূর্ণিমা বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে উদযাপন হয়েছে এদিন। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্মের স্মরণেপালিত হয় বৌদ্ধ পূর্ণিমা ৷ এটি তার বোধী -জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত ৷ তাই আজকের দিনটি শুধু বৌদ্ধদের নয় হিন্দুরাও স্মরণ করেন। এই দিনে লুম্বিনী প্রদেশ বর্তমান নেপালে বুদ্ধের জন্ম। আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেবে উন্নীত হন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ এই বুদ্ধ পূর্ণিমা তিথি । ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হয় বেনুবন বিহার বুদ্ধমন্দিরে। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তের সমাগম ছিল বেশ লক্ষণীয়। ভোর চারটা থেকে শুরু হয় বুদ্ধদেবের পূজার্চনা। তারপর তার উদ্দেশ্যে ধ্যান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাদের মধ্যে দেখা যায় বেশ উৎসাহ উদ্দীপনা।

বেণুবন বিহারে বিরাজ করে এক ধর্মীয় আবহ। সকালথেকেই শুরু হয় নানা রকম ধর্মীয় উপাচার। সন্ধ্যায় মেলাও বসে বেণুবন বিহারের সামনে। তাতে ব্যাপক সংখ্যাক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *