আগরতলা।। রাজধানীর কুঞ্জবনস্থিত বেণুবন বিহারে প্রতি বারের মতো এবারেও বোদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চিবর দান উৎসবে সামিল হন। এবছর ৪৮ তম কঠিন চিবর দান উৎসব হয়েছে।
রবিবার সকাল থেকেই ভগবান বুদ্ধের অনুগামীরা সেখানে সমবেত হন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা। সকাল থেকেই শুরু হয় নানা রকম ধর্মীয় উপাচার। বুদ্ধের জীবনী পাঠ , ধর্ম কথা নিয়ে আলোচনা ও মন্দিরে বিশেষ পূজার্চনা চলে। দুপুরে হয় চীবর দানের উৎসব। হাজার প্রদীপও জ্বালানো হয়। বোদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই কঠিন চিবর দান উৎসব এর বিশেষ মাহাত্য রয়েছে। সারা বছর এই দিনটির জন্যে অপেক্ষা করেন তারা।
বিশেষ করে বোদ্ধ ভিক্ষুরা। এই উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় বেণুবন বিহারটি। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সবার মধ্যে বেশ উচ্ছাস দেখা গিয়েছে।