আগরতলা।।বামুটিয়া বিধানসভার বেড়ীমুড়া গ্রামের প্রবীণ নাগরিক গোপাল চন্দ্র দাস বার্ধক্যজনিত কারণে গতকাল মধ্যরাত্রে নিজ বাসভবনে পরলোক গমন করেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। স্ত্রী এক ছেলে তিন মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি সরকারী চাকরি করতেন ফরেস্টের রেঞ্জার ছিলেন। ২০০৫ সালে এপ্রিল মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করে। অবসর গ্রহণ করার পর কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১৮ সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার আগে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলেন।

উনার মৃত্যুর সংবাদ শুনে আজকে ওনার বাসভবনে ছুটে আসেন বিজেপি নেতৃবৃন্দ। প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস সহ অনেকে বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গোপাল দাসের প্রয়াণে শোক প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজসেবী বাদল চন্দ্র দাস, সহ অনেকে। উনার মৃত্যুতে বামুটিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *