আগরতলা: প্রশাসনিক কর্মকর্তাদের জন্য মাইক্রোফাইন্যান্সের উপর প্রশিক্ষণ শিবির। বুধবার রাজধানীর প্রজ্ঞাভবনে হয় এক দিবসিয় প্রশিক্ষণ।
প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তরের তরফে হয় প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, স্বল্প সঞ্চয় দপ্তরের অধিকর্তা রাখী বিশ্বাস সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা। আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন অধিকর্তা রাখী বিশ্বাস। তিনি বলেন, কোন মাইক্রো ফিনান্স কোম্পানি বেআইনিভাবে এখানে ব্যবসা শুরু করলে মহকুমা প্রশাসনকে জানানো হয়। এমন কিছু সংস্থা বে আইনি ভাবে কাজ শুরু করার পরে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মহকুমা প্রশাসনকে জানানো হয়। সঙ্গে সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। কোন মাইক্রো ফিনান্স বে আইনি ভাবে কাজ শুরু করে কিনা এর প্রতি নজর রাখতে হবে।
কারণ বে আইনি ভাবে ব্যবসা শুরু করে যাতে মানুষকে প্রতারিত করতে না পারে মাইক্রো ফিনান্স কোম্পানি গুলি। এসব সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের সম্পর্কে জানতে হবে বলে জানান রাখী বিশ্বাস