আগরতলা।।লক্ষী পূজা শেষ হতেই রাজধানীর বিভ্ভিন্ন জায়গায় কভার ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু হয়ে গিয়েছে।
শনিবার বৃষ্টি উপেক্ষা করেই ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার।সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সি ই ও শৈলেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিন মেয়র আগরতলা লক্ষী নারায়ন বাড়ি রোড এলাকায় রাস্তার পাশে কভার ড্রেন নির্মানের কাজ পরিদর্শনে যেন। বর্ষার সময়ে এই এলাকার রাস্তায় জমা জল যাতে সহজেই নিকাশি ব্যবস্থার মাধ্যমে সরানো যায়, তার জন্য এলাকায় বক্স কালভার্ট নির্মান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।
মেয়র বলেন পথ চলতি মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ রেখে কাজ করে চলেছে আগরতলা পুর নিগম। শহরবাসীর যেন সমস্যা না হয় তার জন্যে দ্রুত কাজ করা হচ্ছে। কাজ হচ্ছে রাত্রিকালীনও। ইতিমধ্যে শহরে কভার ড্রেন নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে।
তবে ড্রেন এর সঙ্গে রাস্তার লেভেল নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। যে কারণে বৃষ্টি হলেই সমস্যা দেখা দিচ্ছে। এই বিষয়ে পুর নিগম শেষ পর্যন্ত কি করে সেটাই দেখার।