আগরতলা ‌।৬ আগরতলা মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত হয় একটি গাছ মায়ের নামে নামক কর্মসূচির। পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য এই উদ্যোগ।

এই উপলক্ষে একটি সুবিশাল বাইসাইকেল রেলি আয়োজন করা হয় রবিবার । তাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা সংখ্যালঘু মোর্চার সভাপতি এম এম শাহাবুদ্দিন, ৬ আগরতলা কেন্দ্রের সকল কর্পোরেটরগণ ।

রেলিটি ইন্দ্রনগর কালী মন্দির থেকে শুরু করে অভয়নগর বাজারে গিয়ে শেষ হয়। উক্ত কর্মসূচিতে পথচারীদের হাতে চারা গাছ বিতরণ করা হয়। আগরতলা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় । এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘীর পাড় বৃক্ষরোপণ করা হয়।

সবুজ বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান উদ্যোগক্তারা। অনুষ্ঠান ঘিরে এলাকার যুবাদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *