আগরতলা ।। আগামী ১২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ।
শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ‘ভগবান বুদ্ধের জন্মতিথি উপলক্ষ্যে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। ভগবান বুদ্ধ নৈতিকতা এবং প্রজ্ঞার অনুশীলের মধ্য দিয়ে মানুষের জীবনের পথ দেখিয়েছেন। যা সম্যক বাক্য, সম্যক জীবিকা, সম্যক কর্ম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক প্রচেষ্টা, সম্যক চিন্তা ও সম্যক বোঝাপড়ার মাধ্যমে বর্ণনা করা যায়। ভগবান বুদ্ধের শান্তি, সংহতি এবং অহিংসার নীতি বর্তমানে খুবই প্রাসঙ্গিক।
বিশেষ করে যখন পৃথিবীর কিছু অংশ নিষ্ঠুর হিংসা ও রক্তপাতের শিকার হচ্ছে। এই উৎসব ত্রিপুরাবাসীর মধ্যে আনন্দ, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব এবং খুশি বয়ে আনুক।’