কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় জগদ্ধাত্রী পূজা। পশ্চিমবঙ্গের চন্দননগরের মতোই রাজ্যের অনেক জায়গায় তিন দিনব্যাপী চলছে এই পূজা।

এ বছর বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি। ফলে এদিন সর্বত্র পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী, যিনি ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পূজিতা হন। আগরতলার উমা মহেশ্বর মন্দির, ফায়ার সার্ভিস প্রাঙ্গণ এবং ত্রিনয়নী সামাজিক সংস্থা, মহারাজগঞ্জ বাজার সহ একাধিক স্থানে সকাল থেকেই শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজার আচার, অনুষ্ঠান।

পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভক্তিভাব লক্ষ্য করা গেছে। প্রতিবারের মতো এবারেও রাজধানীর উমা মহেশ্বরী তথা মা আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক জগদ্ধাত্রী পূজা। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় দেখা যায় । ভক্তদের বিশ্বাস, মা জগদ্ধাত্রীর পূজায় অংশগ্রহণ করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাহসের সঞ্চার ঘটে।এদিকে মহারাজগঞ্জ বাজারেও ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ করা যায়।

এছাড়া অধ্যাপক বর্নিক সাহা রায়ের বাসভবন সহ রাজ্যের বিভিন্ন বনেদি পরিবারেও ঘটা করে মা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এদিন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *