আগরতলা: আগামীকাল অর্থাৎ ২১ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন।। বাজেট অধিবেশনের রণকৌশল তৈরি করতে ট্রেজারি বেঞ্চের বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধানসভার পরিষদীয় নেতা প্রফেসর ডঃ মানিক সাহা।।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে রাজ্য সরকারের মন্ত্রী বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথার বিধায়কদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আয়োজন করা হয়।।