আগরতলা: বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ৩ শতাংশ ডিএ ও ডিআর দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শুক্রবার অধিবেশনের শুরুতে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের ডি এ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ফলে বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৩ শতাংশ হবে। ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এতে করে রাজ্য সরকারের অতিরিক্ত ৩০০ কোটি টাকা ব্যয় হবে।

তবে কর্মচারীরা মনে করেছিলেন আরও বেশি ঘোষণা হতে পারে। কিন্তু তা হয়নি। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডি এ-র ব্যবধান আরও ২০ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *