আগরতলা: বিদ্যাদেবী সরস্বতী পূজার আনন্দে মেতে উঠলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এবছর দুই দিনে পূজা হলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে রবিবারই পূজা হয়েছে। নিয়ম নীতি মেনে পূজিত হন বিদ্যাদেবী সরস্বতী।
মাঘ মাসের পঞ্চমী তিথিতেই মূলত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এবছর তিথি অনুযায়ী দুইদিন পূজা।৩ ফেব্রুয়ারি সকাল ৯:৫৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। ফলে দুদিনই বিভিন্ন স্কুল কলেজ, অফিস কাছারিতে পূজিত হবেন বিদ্যা দেবী।
গৃহস্থের বাড়িতে হবে বিদ্যা দেবী সরস্বতী পূজা।এদিকে,রবিবারই রাজধানী সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী। পুজোতে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল আনন্দ উৎসাহ উদ্দীপনা।
হলুদ শাড়ি পরে মেয়েরা এবং ছেলেরা পাঞ্জাবি পরে পূজার আনন্দে মেতে উঠেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা আনন্দ উল্লাসে মেতে উঠেন।