আগরতলা: পর্যটন কেন্দ্র গুলির জন্য আরও ৫০ টি বোট কেনা হবে। পরবর্তী সময় সেই গুলি রাজ্যের বিভিন্ন জলাশয়ে প্রদান করা হবে। বিকল্প অর্থনীতির লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করছে।

আগামীদিনে পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও ১০০ কোটি টাকা পাওয়া যাবে। শুক্রবার এক অনুষ্ঠানে একথা বললেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের অধীন জলাশয় ও দীঘির জন্য দেওয়া হয়েছে স্পিড বোট ও শিকারা নৌকা।ছবিমুড়ার পেল ২০ আসন বিশিষ্ট ২ টি নতুন স্পিড বোট, লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির জন্য ১ টি, রুদ্রসাগরের জন্য ২ টি এবং নারকেল কুঞ্জের জন্য ৩ টি শিকারা নৌকা প্রদান করা হল।

শুক্রবার উজ্জয়ন্ত প্রাসাদে সবুজ পতাকা নেড়ে এই স্পিড বোট ও শিকারা নৌকার সুচনা করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পর্যটন উন্নয়ন নিগমের অধিকর্তা সহ অন্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *